04/24/2025 বিএনপির বিক্ষোভ সমাবেশ চলছে
মো: মনিরুল ইসলাম
২৯ জুলাই ২০২২ ২০:৩৫
স্টাফ রিপোর্টার : লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এরইমধ্যে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন।
সমাবেশে বক্তারা বলেন, সরকারের পরিকল্পনার অভাবের কারণে দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর ফলে লোডশেডিংয়ের কারণে মানুষ ভোগান্তিতে পড়ছে। সরকার গ্যাস উৎপাদন বাড়ানোর চেষ্টা করেনি।
উল্লেখ্য, লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে গত ২৬ জুলাই সারা দেশে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
আজ শুক্রবার ও আগামীকাল শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণসহ সব সিটি করপোরেশন এলাকায় এ বিক্ষোভ চলবে। আগামী ৩১ জুলাই সব জেলা সদরে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।