04/21/2025 স্বাধীনতা বিরোধীরা এখনো দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত: ওবায়দুল কাদের
মো: মনিরুল ইসলাম
৭ মার্চ ২০২২ ২০:৫০
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘স্বাধীনতা বিরোধীরা এখনো দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত, দেশের মানুষকে সাথে নিয়ে তাদের প্রতিরোধ করতে হবে।’
সোমবার (৭মার্চ) ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে সকালে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরস্থ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান, বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।