04/21/2025 হাইকোর্টের আদেশে ট্রেনের ছাদে যাত্রী উঠা বন্ধ করতে সক্ষম হবো : রেলমন্ত্রী
আল আমিন
২৯ জুলাই ২০২২ ০৪:৩৫
নিজস্ব প্রতিবেদক: রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, হাইকোর্টের আদেশের ফলে ট্রেনের ছাদে যাত্রী উঠা বন্ধ করতে সক্ষম হবো।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন সজ্জিত অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, মানুষ রেলে চড়া ভুলে গিয়েছিল, সেটিকে আমরা যুগোপযোগী করেছি। রেলের সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল। পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছে, সেখানেও রেললাইন স্থাপন করা হয়েছে। যমুনা নদীর ওপর আলাদা রেল সেতু করা হচ্ছে।
রেলের অনিয়ম প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, আমরা তো ব্যবস্থা নিয়েছি। টিকিট যার ভ্রমণ তার। এটা এখনো সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারছি না। টিকিট যার ভ্রমণ তার এটা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে সমস্ত অনিয়ম বন্ধ হয়ে যাবে।
তিনি বলেন, ইতোমধ্যে রেলের অনিয়ম দূর করতে কালোবাজারি মুক্ত করার চেষ্টা করছি। এরই মধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে অনলাইনে যুক্ত করার চেষ্টা করছি। কালোবাজারিরা যাতে কালোবাজির না করতে পারে সেই চেষ্টা করছি।
নূরুল ইসলাম সুজন বলেন, আশা করছি আগামী জুনের মধ্যে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেলকে সংযুক্ত করতে পারলে ফরিদপুর, রাজবাড়ি দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল সংযোগ পাবে।
বিদেশ বার্তা/ এএএ