04/20/2025 ফেনীতে প্রায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি
আল আমিন
২৮ জুলাই ২০২২ ০৫:০২
নিজস্ব প্রতিবেদক: ফেনীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪) ব্যাটালিয়ন প্রায় ১৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে। বুধবার দুপুরে ফেনীর জায়লস্কর সদর দপ্তরে মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি জানায়, মাদকগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকৃত মাদকের মূল্য ১৬ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৩০০ টাকা।
বিজিবি আরও জানায়, গত ১ জানুয়ারি ২০১৮ তারিখ থেকে ৩০ জুন ২০২২ তারিখ পর্যন্ত উদ্ধারকৃত মাদকদ্রব্য আজ ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেনসিডিল, বিয়ার, ক্যান, হুইস্কি, গাঁজা ও ইয়াবাসহ আরও বেশকিছু মাদক।
বিদেশ বার্তা/ এএএ