04/20/2025 নবাবগঞ্জে ধান ক্ষেতে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত
মো: মনিরুল ইসলাম
২৮ জুলাই ২০২২ ০২:২৩
নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জের কৈলাইলের একটি ধান ক্ষেতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
বুধবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের ভাঙ্গাভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কৈলাইল ইউপি চেয়ারম্যান বসির আহমেদ জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ভাঙ্গাভিটার ইছামতির নদীর দক্ষিণ পাড়ে ধান ক্ষেতে হেলিকপ্টারটি পড়ে যায়। দ্রুত হেলিকপ্টারের পাইলট মেজর সামসসহ দুজনকে উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আরেকটি হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করে নিয়ে যায় বলে জানান ইউপি চেয়ারম্যান।
ইউপি চেয়ারম্যান আরো জানান, হেলিকপ্টারটি সেনাবাহিনীর। গত এক সপ্তাহ ধরে হেলিকপ্টারটি কৈলাইলের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছিল। কি কারণে তারা এখানে আসেন, এটা যানা যায়নি। মেজর সামস্ও এ ব্যাপারে কিছু বলেননি।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মতিউর রহমান বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে সেনাবাহিনী উদ্ধার করেছে।
ঘটনার পর হেলিকপ্টারটি দেখতে ভীড় করেন উৎসুক জনতা।