04/20/2025 রাশিয়া গ্যাস দিয়ে ইউরোপকে ব্ল্যাকমেইল করছে: জেলেনস্কি
আল আমিন
২৭ জুলাই ২০২২ ০৬:০৯
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগই করেছেন, রাশিয়া গ্যাস দিয়ে ইউরোপকে ব্ল্যাকমেইল করছে। শীতকালে ইউরোপের অবস্থা আরও ভয়াবহ হবে বলেও সতর্ক করেছেন জেলেনস্কি।
তিনি বলেন, ইউরোপের বিরুদ্ধে এখন গ্যাস যুদ্ধ শুরু করেছে রাশিয়া। গ্যাস সরবরাহ বন্ধ করাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেও আখ্যায়িত করেছেন ইউক্রেনের নেতা।
রাশিয়ার জ্বালানি কোম্পানি গাজপ্রোম ঘোষণা দিয়েছে, তারা নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইন দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ আরও কমাবে।
তিনি বলেন, ইউরোপের গ্যাস ব্ল্যাকমেইল পরিস্থিতি মাসে মাসে আরও খারাপ হচ্ছে। সন্ত্রাসী রাষ্ট্রটি (রাশিয়া) প্রত্যেক ইউরোপীয়র জীবন ভয়াবহ করে তুলছে। সূত্র: বিবিসি
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়।
এদিকে ন্যাটো প্রধান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে দেশ রক্ষায় ইউক্রেন কঠিন মূল্য দিচ্ছে। রাশিয়াও ব্যাপক হতাহতের শিকার হচ্ছে। সূত্র: সিএনএন, আল-জাজিরা।
বিদেশ বার্তা/ এএএ
বিদেশ বার্তা/ এএএ