04/20/2025 ইউক্রেনে সরকার পরিবর্তন চায় রাশিয়া: পররাষ্ট্রমন্ত্রী
আল আমিন
২৬ জুলাই ২০২২ ০৬:১৪
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সরকার পরিবর্তনে দেশটির জনগণকে সহায়তা করতে চায় মস্কো। মিসরের রাজধানী কায়রোতে এক কূটনৈতিক সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এই মন্তব্য করেছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে. রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে মস্কোর প্রতি সমর্থন আদায়ের লক্ষ্যে আফ্রিকা সফরে নেমেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। মিসর সফর শেষে তিনি ইথিওপিয়া, উগান্ডা ও কঙ্গো প্রজাতন্ত্র সফর করবেন।
কায়রোতে আরব নেতাদের সঙ্গে এক সামিটে রবিবার লাভরভ বলেন, ইউক্রেনের গণবিরোধী ও ইতিহাসবিরোধী সরকারের হাত থেকে মুক্ত হতে দেশটির জনগণকে আমরা অবশ্যই সহায়তা করব। রাশিয়া ও ইউক্রেনের জনগণ ভবিষ্যতে একসঙ্গে বসবাস করবে।
যদিও এর আগে লাভরভ বলেছিলেন, ইউক্রেনে সরকার পরিবর্তনের কোনো পরিকল্পনা রাশিয়ার নেই। তবে ২৪ ফেব্রুয়ারি হামলা শুরুর দিকে পুতিন বলেছিলেন, ইউক্রেনের নাৎসি সরকার পরিবর্তনে তাদের এই অভিযান।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়।
এদিকে ন্যাটো প্রধান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে দেশ রক্ষায় ইউক্রেন কঠিন মূল্য দিচ্ছে। রাশিয়াও ব্যাপক হতাহতের শিকার হচ্ছে। সূত্র: সিএনএন, আল-জাজিরা।
বিদেশ বার্তা/ এএএ