04/20/2025 প্রাইভেটকার খাদে পড়ে একই পরিবারের ৩ জন নিহত
আল আমিন
২৫ জুলাই ২০২২ ০৩:৩৪
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ একই পরিবার তিনজন নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ৮টার দিকে মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজারের অদূরে শাহাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ফেনি সদর উপজেলার বনানী পাড়ার গিয়াসউদ্দিন তার স্ত্রী জাহানারা আক্তার ও তার ছোট বোন সালমা আক্তার। নিহত গিয়াসউদ্দিন ফেনি জেলার দাগনভূঁঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ছিলেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ জানান, রোববার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মাছের ঘেরে পড়ে যায়। এতে ওই প্রাইভেটকারে থাকা স্বামী-স্ত্রী এবং শ্যালিকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। ধারণা করা হচ্ছে, গিয়াস উদ্দিন ফরাজী নিজে গাড়িটি চালাচ্ছিলেন।
বিদেশ বার্তা/ এএএ