04/24/2025 সারাদেশে সড়ক দূর্ঘটনায় সকালেই নিহত ৮
মো: মনিরুল ইসলাম
২৪ জুলাই ২০২২ ২১:৪৫
গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের মাইজপাড়া এলাকায় ট্রেনের সঙ্গে কারখানার শ্রমিকবাহী বাসের সংঘর্ষে এক নারী শ্রমিকসহ তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত ১৫ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত সবাই উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকার জামান ফ্যাশনের শ্রমিক ছিলেন।
শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ জানান, রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ্ জানান, এ ঘটনায় ঘটনাস্থলে প্রিয়া নামে একজন শ্রমিক নিহত হয়েছে। অপর দুজনকে ট্রেনে করে চিকিৎসার জন্য ময়মনসিং নেওয়ার পথে তারা মারা যায়। তাদের মরদেহ গফরগাঁও রেলস্টেশনে নামিয়ে রাখা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন বলেন, সকাল ৭টার দিকে মাইজপাড়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনের সঙ্গে জামান ফ্যাশনের শ্রমিকবাহী বাসের সংঘর্ষ হয়। এ সময় বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নারী শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন শ্রমিক গুরুতর আহত হন। এ ঘটনায় রেলক্রসিংয়ের পাশের ভবনের বেশির ভাগ অংশ ভেঙে গেছে।
কুমিল্লার দেবীদ্বার : কুমিল্লার দেবীদ্বারে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।
রবিবার (২৪ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
কালিহাতী (টাঙ্গাইল) : ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতীর সল্লা নামকস্থানে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের চালক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরো ১৫ জন। এ ঘটনায় মহাসড়কের দুপাশে ১০কিলোমিটার এলাকায় ধীরগতির সৃষ্টি হয়।
রবিবার (২৪) ভোর ৫টার দিকে এদুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্চিলো। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক সল্লা এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের পেছনে থাকা পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে এঘটাস্থলেই বাস ও ট্রাকের চালক নিহত হয়। আহত হয় অন্তত আরো ১৫ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।