04/20/2025 মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অবস্থা ঘোষণা
মো: মনিরুল ইসলাম
২৪ জুলাই ২০২২ ১৫:৩৫
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী মাঙ্কিপক্স আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
শনিবার (২৩ জুলাই) ভাইরাস সংক্রান্ত দ্বিতীয় জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, বর্তমানে বিশ্বের ৭৫ দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়েছে। প্রায় ১৬,০০০ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে এই ধরনের আরো দুটি স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি রয়েছে। একটি হলো করোনাভাইরাস মহামারি, অন্যটি পোলিও নির্মূল।