04/21/2025 কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
আল আমিন
২৪ জুলাই ২০২২ ০৪:৩৮
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম (৩৬) নামের এক ব্যাটারি চালিত অটোচালকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বাড়ীর উঠানে নিজস্ব অটো রিকশা চার্জ করার জন্য বৈদ্যুতিক সংযোগ দেন শফিকুল। শনিবার দুপুরের দিকে চার্জ শেষে অটো রিকশা নিয়ে বের হওয়ার জন্য অটোতে হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় স্ত্রী পপি আক্তার স্বামীকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতস্পৃষ্ট হন।
পরে শফিকুল ইসলামের বাবা আব্দুল মজিদ মেইন সুইচ বন্ধ করলে দুজনেই ছিটকে পড়েন। পরে পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান শফিকুল।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিদেশ বার্তা/ এএএ