04/20/2025 চলতি বছরের শেষে পূর্ণিমার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান
মো: মনিরুল ইসলাম
২৩ জুলাই ২০২২ ০৩:৪৯
বিনোদন সংবাদদাতা : জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা বিয়ে করেছেন। স্বামী রবিন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
গত ২৭ মে বিয়ের পর থেকে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন।
পূর্ণিমা শুক্রবার (২২ জুলাই) গণমাধ্যমকে বলেন, ‘আমি রবিনের মধ্যে সব সময় বন্ধুত্ব, বিশ্বাস, শ্রদ্ধাবোধ সবকিছুই পেয়েছি। সেখান থেকেই আমাদের দুজনার সম্পর্ক মজবুত হয়েছে। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের পরই আমার পরিবারের দুএকজন অসুস্থ ছিল। সে কারণে বিয়ের খবর জানাতে কিছুটা দেরি হয়েছে।’
‘চলতি বছরের শেষে বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে’, বলেন পূর্ণিমা।
পূর্ণিমা বলেন, ‘কাজের সূত্রে তার সঙ্গে পরিচয়। ৩ বছরে পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরস্পরের মন দেওয়া-নেওয়া।’
এর আগে পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন তিনি। ৩ বছর আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি কন্যা সন্তানের মা হন।