04/20/2025 ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া
আল আমিন
২২ জুলাই ২০২২ ০৫:৩২
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া। নর্ড স্ট্রিম ১ পাইপলাইন রক্ষণাবেক্ষণের জন্য ১০ দিন এই লাইনে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। তবে সরবরাহে ফিরলেও এখন গ্যাস প্রবাহের মাত্রা কমিয়ে দিয়েছে রাশিয়া।
বৃহস্পতিবার পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু করার পর রাশিয়া জানিয়েছে, সক্ষমতার মাত্র ৪০ ভাগ গ্যাস সরবরাহ করা হচ্ছে।
গতকাল বুধবার ইউরোপিয়ান কমিশন আগামী সাত মাস এর সদস্য দেশগুলোকে ১৫ শতাংশ গ্যাস ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে। রাশিয়ার গ্যাস সরবরাহ কমিয়ে বা বন্ধ করে দেওয়ায় গ্যাস সঙ্কটে ভুগছে ইউরোপের অনেক দেশ। তাই গ্যাস সাশ্রয় ছাড়া উপায় দেখছে ইউরোপের দেশগুলো।
রাশিয়া ইউরোপের প্রায় ৪০ শতাংশ প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে থাকে। তবে রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, যেকোন সময় এই সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।
বিদেশ বার্তা/ এএএ