04/20/2025 ইরানে পৌঁছেছেন ভ্লাদিমির পুতিন
আল আমিন
২০ জুলাই ২০২২ ০৫:০১
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে বৈঠকে অংশ নিতে দেশটির রাজধানী তেহরান পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে ইউক্রেনের শস্য নিয়ে আলোচনার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগানও পৌঁছেছেন ইরানের রাজধানীতে।
গত ফেব্রুয়ারি মাসের শেষদিকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম বিদেশ সফর করছেন প্রেসিডেন্ট পুতিন।
ক্রেমলিনের কর্মকর্তা ইউরি ইউশাকভ জানিয়েছেন, আজই (মঙ্গলবার) ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগানের সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন পুতিন। এরপর একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে এবং বিবৃতির খসড়া এরইমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
অন্যদিকে একজন সিনিয়র তুর্কি কর্মকর্তা বলেছেন, পুতিনের সাথে এই আলোচনা শস্য, সিরিয়া এবং ইউক্রেনকে কেন্দ্র করে। আলোচনায় শস্য রপ্তানির সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ার উত্তরাঞ্চলে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছেন। তবে রাশিয়া ও ইরান সিরিয়ায় তুর্কি আগ্রাসনের বিরোধী এবং আসন্ন ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে এ বিষয়ে এরদোগানকে বোঝানোর চেষ্টা করবেন পুতিন ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।
ইরান এরইমধ্যে সতর্ক করে দিয়ে বলেছে, সিরিয়ায় তুরস্কের যেকোনো আগ্রাসন গোটা অঞ্চলকে অস্থিতিশীল করবে। সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের বিচ্ছিন্নতাবাদী কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো আশ্রয় নিয়েছে বল অভিযোগ তুলে সেখানে ২০১৬ সাল থেকে বেশ কয়েকবার সামরিক অভিযান চালিয়েছে তুরস্ক।
বিদেশ বার্তা/ এএএ