04/23/2025 শিক্ষার্থীর অনুপাতে জবিতে ছাত্রী কমনরুমের সংকট
মো: মনিরুল ইসলাম
২০ জুলাই ২০২২ ০৩:৪৮
নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রয়েছে ছাত্রী কমনরুমের সংকট। বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে তিনটি ছাত্রী কমনরুম যা নারী শিক্ষার্থীদের অনুপাতে অপ্রতুল। এছাড়া এগুলোর মানও তেমন ভালো নয় যা নিয়ে ছাত্রীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছাত্রী কমনরুমগুলোর মধ্যে যথাক্রমে নতুন ভবনে একটি, বিজ্ঞান অনুষদে একটি এবং সমাজকর্ম অনুষদে একটি করে কমনরুম রয়েছে।
সমাজকর্ম বিভাগে যে ছাত্রী কমনরুম আছে সেখানে সর্বোচ্চ ৫ থেকে ৬ জন শিক্ষার্থী বসতে পারবেন যা ছাত্রীদের অনুপাতে খুবই কম। ছোট্ট এই কমনরুমে এত শিক্ষার্থীর চাপ নেয়া সম্ভব নয়।
এ বিষয়ে সমাজকর্ম বিভাগের এক শিক্ষার্থী বলেন, এখানে জায়গার সংকট গাদাগাদি করে বসতে হয় তাছাড়া ওয়াসরুমের পরিবেশও তেমন ভালো নয় এটি অনেকটাই অপরিচ্ছন্ন। আমাদের হঠাৎ কোনো শারীরিক সমস্যা দেখা দিলে তা তদারকির জন্য কমনরুমে নেই কোনো ব্যবস্থা।
ওদিকে নতুন ভবনে প্রায় চার হাজার নারী শিক্ষার্থীদের জন্যও কমনরুম আছে একটি। কমনরুমটি ভবনের নিচ তলায় হওয়ায় উপরের তলার শিক্ষার্থীরা এটি ব্যবহারের খুবই কম সুযোগ পান।
এ বিষয়ে ফিন্যান্স বিভাগের রপিয়া নামের এক শিক্ষার্থী জানান, ছাত্রী কমনরুমটি বিভাগের নিচতলায় হওয়ায় সেখানে তেমন যাওয়া হয়না। এই ছাত্রী কমনরুমের আয়তন খুবই কম যা শিক্ষার্থীদের তুলনায় নগণ্য। তাছাড়া কমনরুমে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব রয়েছে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদেও মাত্র একটি কমনরুম। বিজ্ঞান অনুষদের এত ছাত্রীদের জন্য এ একটি ছাত্রী কমনরুমও অপ্রতুল। সরজমিনে দেখা যায় এই কমনরুমের লাইটগুলো ভাঙ্গা, ওয়াশরুমের অবস্থাও বেহাল এবং এখানে যত্রতত্র পড়ে থাকে নানান ব্যবহার্য জিনিসপত্র।
এ বিষয়ে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তন্বী বলেন, কমনরুমে গাদাগাদি করে বসতে হয় আমাদের। শিক্ষার্থীর তুলনায় এখান বসার জায়গা কম এবং এখানে খাবার পানির সংকট রয়েছে ওয়াশরুমের পরিবেশও ততটা ভালো নয়।
এ বিষয়ে জবির ছাত্রকল্যাণের পরিচালক অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম বলেন, আমাদের ক্যাম্পাসটি মাত্র ৭ একরের এজন্যই ছাত্রী কমনরুমগুলো আয়তনে ছোট। কমনরুমের কিছু কিছু জায়গা একটু অপরিচ্ছন্ন আছে চেষ্টা করছি এগুলো সমাধান করার।
উল্লেখ্য, জবির কলা অনুষদ, ভাষা শহীদ রফিক ভবনসহ অন্যান্য ভবনগুলোতে নেই কোনো ছাত্রী কমনরুম।