04/20/2025 ২৭ জুলাই বাংলাদেশে বসছে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ডি-৮ বৈঠক
মো: মনিরুল ইসলাম
১৯ জুলাই ২০২২ ২১:০২
নিজস্ব প্রতিবেদক : আগামী ২৭ জুলাই (বুধবার) বাংলাদেশে বসবে উন্নয়নশীল মুসলিম রাষ্ট্রের জোট ডি-৮এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক।
ব্যবসা-বাণিজ্য কেন্দ্রবিন্দুতে থাকলেও বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকট ইস্যু দ্বিপাক্ষিক আলোচনায় উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
৮টি দেশের মধ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিত কাভাসগলু এবং পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানী খানের ঢাকায় আসা নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রায় ১০ বছর পরে পাকিস্তানের কোনো মন্ত্রী আসছেন।
বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজার পরিস্থিতিতে এ দেশগুলোর একমত হবার সুযোগ থাকছে ঢাকার সামনে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানি সংকট ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা যত বাড়ছে খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অভাব বিশ্বব্যাপী মানুষের জীবনকে ততো দুর্বিষহ করে তুলছে। এর মাঝেই বাংলাদেশের ঘাড়ে ১১ লাখ রোহিঙ্গার বাড়তি বোঝা তো রয়েছেই।
এরমধ্যে ২৭ জুলাই বাংলাদেশে বসছে উন্নয়নশীল মুসলিম রাষ্ট্রের জোট ডি-এইট'এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিত কাভাসগলু সম্মেলনে যোগ দেবার বিষয়টি নিশ্চিত করেছেন। ডি-৮ এর বর্তমান সভাপতি বাংলাদেশের আমন্ত্রণে অন্য সদস্য রাষ্ট্র মিসর, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং নাইজেরিয়ার প্রতিনিধিরাও যোগ দেবেন বৈঠকে।
বিশেষজ্ঞদের মতে, সরাসরি এ দেশগুলো জ্বালানির বাজার না হলেও, বিশ্ববাজার পরিস্থিতিতে ঐক্যমতে পৌঁছানোর সুযোগ থাকছে ঢাকার।
করোনা মহামারির কারণে উন্নয়নশীল এ ৮ দেশের ১০ম ডি-এইট শীর্ষ সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত বছরের ৮ এপ্রিল ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল।