04/21/2025 দেশে করোনায় আরো দুই জুনের মৃত্যু, শনাক্ত ১০৫১
মো: মনিরুল ইসলাম
১৬ জুলাই ২০২২ ০৩:২৭
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় ১০৫১ জনের করোনা শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ২ জনের। এই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে ১১.৫৫ শতাংশ হয়েছে।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯,৯৪,৪৩৩ জন হয়েছে। তাদের মধ্যে ২৯,২২৫ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১,৯৫৭ জন কোভিড রোগী সুস্থ হয়েছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯,২১ ,১২৩ জন।
নতুন শনাক্ত ১০৫১ জনের মধ্যে ৪৩০ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলাতেই গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে।