04/20/2025 এবার রবি-এয়ারটেলেও সর্বনিম্ন রিচার্জ ২০ টাকা
মো: মনিরুল ইসলাম
১৫ জুলাই ২০২২ ০৭:১৪
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ ফোনের পর এবার রবি ও এয়ারটেলের গ্রাহকদের সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করতে হবে।
রবি তাদের এ নতুন সিদ্ধান্ত এসএমএস করে গ্রাহকদের জানিয়ে দিচ্ছে। তবে ২০ টাকার নিচে যেসব অফার রবি বা এয়ারটেলের আছে, তা অব্যাহত থাকবে। এর আগে রবি ও এয়ারটেলে সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করা যেত।
রবি আজিয়াটা লিমিটেডের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, রবির যে কোনো পণ্য-সেবার মূল্য মূলত গ্রাহকের চাহিদা এবং বাজার প্রতিযোগিতার ওপর নির্ভর করে। মোবাইল টপ-আপ অথবা রিচার্জের সর্বনিম্ন সীমা ২০ টাকা নির্ধারণের বিষয়টিও সে ধারাবাহিকতায় নেওয়া হয়েছে।
এর আগে আরেক মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনও এ মাসের শুরুতে তাদের সর্বনিম্ন রিচার্জ ২০ টাকা করেছে।