04/30/2025 রবিবার এসএসসি পরীক্ষার তারিখ জানাবেন শিক্ষামন্ত্রী
মো: মনিরুল ইসলাম
১৫ জুলাই ২০২২ ০৩:০৭
নিজস্ব প্রতিবেদক : আগামী রবিবার (১৭ জুলাই) দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আনুষ্ঠানিকভাবে পরীক্ষার তারিখ ঘোষণা করবেন।
বৃহস্পতিবার (১৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সাংবাদিকদের এ তথ্য জানান।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন শুরু করে ৬ জুলাই শেষ করার কথা ছিল। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে প্রবল বর্ষণ আর উজানের ঢলে সিলেট অঞ্চল এবং উত্তরের কয়েকটি জেলায় ব্যাপক বন্যা দেখা দিলে ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।