04/24/2025 হবিগঞ্জে নৌকাডুবে চার নারীর মৃত্যু
মো: মনিরুল ইসলাম
১৪ জুলাই ২০২২ ২২:০৩
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবলে ঝড়ের কবলে পরে নৌকাডুবিতে ৪ নারীর মৃত্যু হয়েছে। নিহতরা সবাই হবিগঞ্জ সদর উপজেলার শিখারপুর গ্রামের বাসিন্দা।
বুধবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে এ দুর্ঘটনাটি ঘটে।
বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল খয়ের জানান, সন্ধ্যার পর ৬ জন নারী ও দুইজন পুরুষ ছোট একটি ইঞ্জিনচালিত নৌকা করে আত্মীয়ের বাড়ি বাহুবলের স্নানঘাট থেকে নিজ বাড়ি শিখারপুর ফিরছিলেন। গুঙ্গিয়াজুড়ি হাওরে পৌঁছার পর ঝড় শুরু হলে নৌকাটি ডুবে যায়। এতে দুই পুরুষ ও দুই নারী সাতরে তীরে ওঠলেও বাকি চার নারী ডুবে যান। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে।