04/21/2025 বাথরুমের মেঝে থেকে চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
আল আমিন
১৩ জুলাই ২০২২ ০৬:০৩
নিজস্ব প্রতিবেদক: বাথরুমে মেঝেতে পড়ে থাকা অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার বি ব্লকের ১৬ নম্বর লাইনের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চবির সেই শিক্ষার্থীর নাম মাহাতাব উদ্দিন (২৫)। মাহাতাব উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাবার নাম মো. কামাল উদ্দিন।
মাহাতাব উদ্দিনের বাবা কামাল উদ্দিন বলেন, বাথরুমের দরজা খুলে দেখি মেঝেতে পড়ে আছে মাহাতাব। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। মাহাতাব শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলেও জানান তিনি।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, মাহাতাবকে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কার্ডিয়াক এরেস্টের কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান।
বিদেশ বার্তা/ এএএ