04/21/2025 চট্টগ্রামে বাস চাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৬
আল আমিন
১৩ জুলাই ২০২২ ০৪:০১
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস চাপায় স্বামী-স্ত্রীসহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। সোমবার রাতে মহাসড়কের পটিয়া অংশে জলুয়ারদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিএনজি চালক মোহাম্মদ ইসমাইল, রেজাউল করিম রফিক, শুভ ধর, সাব্বির হোসেন, বিশ্বজিৎ সেন এবং তার স্ত্রী রূপনা সেন।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের পরিদর্শক মোজাফফর হোসেন জানান, যাত্রী নিয়ে একটি সিএনজি টেক্সি চন্দনাইশ উপজেলা থেকে পটিয়ার দিকে আসছিল। কক্সবাজার থেকে ছেড়ে আসা একইমুখী একটি যাত্রীবাহি বাস পেছন থেকে টেক্সিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে যায়। এসময় বাস চাপায় সিএনজি অটোরিকশার চালক সহ ৫ যাত্রীই ঘটনাস্থলে মারা যান। এসময় বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
বিদেশ বার্তা/ এএএ