04/21/2025 ফরিদপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
আল আমিন
১৩ জুলাই ২০২২ ০১:৫৫
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের বোয়ালমারীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রোজা (৫) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টায় ঘটনাটি ঘটেছে উপজেলার শেখর ইউনিয়নের নিধিপুর গ্রামে। মৃত রোজা স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী এবং কৃষক শাহীন মোল্লার মেয়ে।
জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে রোজা বাড়ির পাশের পুকুরে প্রতিবেশী ৪/৫টি শিশুর সাথে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে রোজাকে না পেয়ে বাকিরা রোজার বাড়িতে খবর দেয়। পরে প্রতিবেশীদের সহায়তায় পরিবারের সদস্যরা রোজাকে পানির মধ্যে ডুবে থাকা অবস্থা থেকে উদ্ধার করে। সাথে সাথে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. অতসী বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।
বিদেশ বার্তা/ এএএ