04/20/2025 হোয়াইট হাউসের সামনে গর্ভপাতের অধিকার আদায়ের দাবিতে বিক্ষোভ
মো: মনিরুল ইসলাম
১২ জুলাই ২০২২ ০৭:০৪
আন্তর্জাতিক ডেস্ক : গর্ভপাতের অধিকার আদায়ের দাবিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি’র হোয়াইট হাউসের দিকে পদযাত্রা শুরু করেছে হাজার হাজার নাগরিক। প্রবল বৃষ্টি ও গ্রেপ্তারের ঝুঁকি উপেক্ষা করে রাজধানী ওয়াশিংটনে জড়ো হয়ে পরে পদযাত্রা করেন তারা।
নগরীর হাজার হাজার নাগরিক ‘আমরা ফিরে যাব না’ স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। পরে তারা হোয়াইট হাউসের দিকে যাত্রা করেন। সেখানে অনেকে গেটের বাইরে অবস্থান নেন। সংগঠকরা বলছেন, গোটা যুক্তরাষ্ট্র থেকে আনুমানিক ১০ হাজার মানুষ জড়ো হয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে ৩৩ বছর বয়সী অ্যাটর্নি লরেন পিয়ার্স ডালাস থেকে প্রায় ১৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিক্ষোভে যোগ দিয়েছেন।
লরেন পিয়ার্স বলেন, ‘আমাদের নিজেদের দেহের বিষয়ে স্বাধীনতা থাকাটা মৌলিক অধিকার।’ এর জন্য তিনি গ্রেপ্তার এবং অন্য যেকোনো ঝুঁকি নিতেও রাজি বলে জানান। মাত্র দুই সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ৫০ বছরের পুরোনো ‘রো বনাম ওয়েড’ রুলিং বদলে দিয়েছে। ওই রুলে গর্ভপাতকে বৈধতা দেওয়া ছিল।
এরপর থেকে যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার আদায়ের দাবি জোরাল হয়েছে। আর স্থানীয় সময় ৯ জুলাই (শনিবার) হোয়াইট হাউসে পদযাত্রা করেন বিক্ষোভকারীরা।