04/20/2025 ঈদের দিনের আবহাওয়ার খবর জেনে নিন এখনই
মো: মনিরুল ইসলাম
১০ জুলাই ২০২২ ২০:২৩
নিজস্ব প্রতিবেদক : আজ রবিবার (১০ জুলাই) পবিত্র ঈদুল আজহার দিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেটে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, সকালের দিকে রাজধানীর আবহাওয়া ভালো থাকবে। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের কিছু এলাকায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সকালে সিলেট ছাড়া অন্য কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই।
তিনি আরো বলেন, বৃষ্টি না হওয়াতে গরম আরো বাড়তে পারে। বর্তমানে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। যার ফলে বৃষ্টি হলেও গরম অব্যাহত থাকবে। তবে বড় ধরনের বৃষ্টি হলে সেক্ষেত্রে তাপমাত্রা কমবে।
আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, রংপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।