04/24/2025 কেরানীগঞ্জে গরুবাহি ট্রাক দুর্ঘটনায় নিহত ২
মো: মনিরুল ইসলাম
১০ জুলাই ২০২২ ১৫:৫৭
নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে গরু বোঝাই একটি ট্রাক সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে ঘটনাস্থলে দুইজন মারা গেছে। নিহতদের নাম ঠিকানা এখনো জানতে পারেনি পুলিশ। তবে এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে।
শনিবার (৯ জুন) দিবাগত রাত ১০টার পর দক্ষিণ কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহা জামাল বলেন, রাজেন্দ্রপুর হাইওয়ে রোডে গরুবাহী একটি ট্রাক দুর্ঘটনা কবলিত হয়ে ট্রাকে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছে। তাদের নাম ঠিকানা এখনো কিছুই জানা যায়নি। এছাড়া এই ঘটনায় ট্রাকে থাকা আরো কয়েকজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে দুটি মৃতদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ঢাকা মেডিক্যাল হাসপাতাল থেকে একটি সূত্র জানান, কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর হাইওয়ে রোডে গরুবাহী একটি ট্রাক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। সেখানে থাকা আহত তিনজন ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা হলেন- মোঃ মনসুর (৩০), জলিল সরদার (৭০) ও মোঃ রাজিব (৩৩)। তাদের অবস্থাও গুরুতর।