04/20/2025 সংকট সমাধানে রাশিয়ার সঙ্গে আলোচনা করবেন তুরস্ক
আল আমিন
৬ মার্চ ২০২২ ০৫:৪২
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপের মুখপাত্র ইব্রাহিম কালিন জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বিষয়ে আগামীকাল রবিবার (৬ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইব্রাহিম কালিন বলেন, রাশিয়া- উইক্রেন সংকট সমাধানে সহায়তা করতে প্রস্তুত রয়েছে তুরস্ক।
তিনি বলেন, আঙ্কারার পক্ষে মস্কো বা কিয়েভ কারও সঙ্গেই সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয়।
ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনার আয়োজন করার জন্য তুরস্কের প্রস্তাবের পুনরাবৃত্তি করেন। সেইসঙ্গে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান তিনি।
সূত্র : রয়টার্স
বিদেশ বার্তা/ এএএ