04/24/2025 শিনজো আবের মৃত্যুতে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক
মো: মনিরুল ইসলাম
৯ জুলাই ২০২২ ২০:০১
নিজস্ব প্রতিবেদক : দুর্বৃত্তের হামলায় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে নিহতের ঘটনায় আজ শনিবার (৯ জুলাই) বাংলাদেশে ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) দিবাগত রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে আগামী ৯ জুলাই বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ উপলক্ষে বাংলাদেশের সকল সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনায় শনিবার বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও শিনজো আবেকে নিজের ঘনিষ্ঠজন এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু আখ্যায়িত করে শোকবাণী দিয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (৮ জুলাই) বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাপানের দীর্ঘকালীন এই প্রধানমন্ত্রী। এর আগে সকালে পশ্চিম জাপানের নারা শহরে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তার ওপর গুলি চালায় আততায়ী। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তিনি মারা যান।
নারা শহরের স্থানীয় দমকল বিভাগ জানায়, সময় সাড়ে ১১টায় নারা শহরের ইয়ামাতোসাইদাইজি স্টেশনের কাছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর নির্বাচনী প্রচারণার জন্য বক্তৃতা করছিলেন শিনজো আবে। এ সময় দুটি গুলির শব্দের পর মাটিতে লুটিয়ে পড়েন আবে। তার দেহ থেকে রক্তক্ষরণ হচ্ছিল বলে জানিয়েছে দমকল বিভাগ।