04/20/2025 যুদ্ধবিরতি ভঙ্গ করে গোলাবর্ষণ করছে রুশ সৈন্যরা
আল আমিন
৬ মার্চ ২০২২ ০৫:০৯
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের মারিউপোল ও ভোলনোভখার বেসামরিক লোকজনকে অন্যত্র সরে যাওয়ার সুযোগ দিতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। তবে মারিউপোল শহরটির ডেপুটি মেয়র সেরহি ওরলভ অভিযোগ করে বলছেন, রুশ সৈন্যরা যুদ্ধবিরতি ঘোষণা পুরোপুরি মানছে না। এখনও তারা অনবরত গোলাবর্ষণ করছে শহরটিতে।
মেয়র সেরহি ওরলভ বিবিসিকে বলেছেন, ‘রাশিয়ানরা আমাদের লক্ষ্য করে বোমা বর্ষণ এবং গোলাবারুদ নিক্ষেপ অব্যাহত রেখেছে। এটি একেবারে পাগলামি।’
তিনি আরও বলেন, মারিউপোলে কোনো যুদ্ধবিরতি নেই। লোকজনকে সরিয়ে নেওয়ার পথজুড়েও যুদ্ধবিরতি দেখা যাচ্ছে না। আমাদের বেসামরিক লোকজন চলে যেতে প্রস্তুত। কিন্তু গোলাগুলির মুখে তারা পালাতে পারছে না।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মারিউপোলের সিটি কাউন্সিল বলেছে, জাপোরিজিয়া অঞ্চলে লড়াই চলছে। অথচ কথা ছিল, মারিউপোল থেকে মানবিক করিডোর ব্যবহার করে বেসামরিক লোকজনকে এই শহরে সরিয়ে নেওয়া হবে।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, লোকজনকে সরিয়ে নেওয়ার পথ বরাবর ‘অস্থায়ী যুদ্ধবিরতি’ নিশ্চিত করতে রাশিয়ান পক্ষের সাথে আলোচনা চলছে বলে।
বিদেশ বার্তা/ এএএ