04/20/2025 আমি কোথায়ও পালাইনি: ইউক্রেনের প্রেসিডেন্ট
আল আমিন
৬ মার্চ ২০২২ ০৪:৪৯
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশ ছেড়ে পালিয়েছে। তবে এক ভিডিও বার্তায় রাশিয়ার কর্মকর্তাদের এমন গুঞ্জন উড়িয়ে দেন জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, আমি কোথায়ও পালাইনি। আমি কিয়েভেই আছি। শুক্রবার (৪ মার্চ) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিজের পেইজে এক ভিডিও বার্তায় জেলেনস্কি এ কথা বলেন।
ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, দুই দিন পরপর তথ্য আসছে আমি কোথাও পালিয়ে গেছি। ইউক্রেনে, কিয়েভ ও আমার অফিস কোথায়ও নেই।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, 'আন্দ্রি বোরিসোভিড (ইয়ারমাক) এখানে। কেউ কোথাও পালিয়ে যাইনি। এখানে, আমরা কাজ করছি।'
উল্লেখ্য, আজ শনিবার এক ঘোষণায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে দখলকৃত দুই শহর মারিউপোল ও ভলনোভাখায় আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।
বিদেশ বার্তা/ এএএ