04/24/2025 ওসমানীনগর-বালাগঞ্জে বন্যার পানি নামার শুরুতে দেখা দিয়েছে সড়ক ভাঙ্গনের চিত্র
মো: মনিরুল ইসলাম
৬ জুলাই ২০২২ ২১:২৮
নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগরে ভয়াবহ বন্যার পানি ধীরগতিতে নামছে তার সাথে সারা উপজেলা জোড়ে দেখা দিয়েছে জন গুরুত্বপূর্ণ পাকা সড়কসহ ছোট-বড় রাস্তা ভাঙ্গনের চিত্র।
বন্যায় তলিয়ে যাওয়া অনেক সড়কের কার্পেটিং উঠে গেছে দেখা দিয়েছে বড় বড় গর্ত যার ফলে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো। তার মধ্যে ব্যাপক ক্ষতি হয়েছে তাজপুর-বালাগঞ্জ ও বেগমপুর- জগন্নাথপুর সড়কসহ ভেঙ্গেগেছে গ্রামীণ ছোট-বড় ইট সলিং ও সিসি ঢালাই করা রাস্তা। এতে জনদূর্ভোগ চরমে।