04/21/2025 ভারতে বাস খাদে পড়ে ৬ স্কুল শিক্ষার্থীসহ নিহত ১২
মো: মনিরুল ইসলাম
৪ জুলাই ২০২২ ২২:১৭
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একটি বাস খাদে পড়ে ৬ জন স্কুল শিক্ষার্থীসহ ১২জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাসের ভেতরে বেশ কয়েকজন যাত্রীর আটকে রয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে।
সোমবার (৪ জুলাই) সকালে ভারতের হিমাচল প্রদেশের কুলুতে ভয়াবহ এই বাস দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস’র।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হিমাচল প্রদেশের কুলুতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত এই বাসটি কুলুর সাইঞ্জ যাচ্ছিল। জাংলা গ্রামের কাছে সকাল সাড়ে ৮টা নাগাদ বাসটি মোড় ঘুরতে গিয়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে জরুরি বিভাগের কর্মীরা।
কুলুর ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ জানিয়েছেন, বাসে ৩০ জন যাত্রী ছিলেন। এখনও পর্যন্ত কমপক্ষে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে কয়েকজন শিশুও রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।