04/20/2025 গোপালগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
আল আমিন
৪ জুলাই ২০২২ ০২:২৭
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার দুপুরে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ হায়দার আলী খোন্দকার এ রায় দেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহিদুল মোল্লা পলাতক রয়েছে।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি রঞ্জিত কুমার বাড়ৈ এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট পিযুষ কুমার চন্দ্র।
মামলার বিবরণে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার মোচড়া গ্রামের রাঙ্গা মোল্লার ছেলে সহিদুল মোল্লার সাথে একই গ্রামের মোঃ ছমির গাজীর মেয়ে লাভলী বেগমের বিয়ে হয়।
বিয়ের পর থেকে সহিদুল মোল্লা লাভলী বেগমকে নানা অজুহাতে যৌতুক দাবীতে নির্যাতন করে আসছিলো। ২০১৪ সালের জুলাই মাসে পুনরায় যৌতুকের জন্য চাপ দিলে লাভলী বেগম ঢাকায় চলে যান ও গার্মেন্টসে চাকরী নেন।
পরে সহিদুল লাভলীর পরিবারের হাতে পায়ে ধরে তাকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আনার কিছু দিন পর সহিদুল আবার লাভলীর কাছে ২ লাখ টাকা যৌতুক দাবী করেন। এতে লাভলী রাজি না হওয়ায় সহিদুল ২০১৪ সালের ২০ নভেম্বর ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে লাভলীকে নিয়ে হত্যা করে। পরের দিন সকালে পুলিশ লাশ উদ্ধার করে। ওই দিনই নিহতের পিতা ছমির গাজী জামাই সহিদুল মোল্লাসহ সাত জনকে আসামী করে সদর থানায় মামলা করেন। পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে সহিদুলের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। আদালত দীর্ঘ শুনানী শেষে এ রায় প্রদান করেন।
বিদেশ বার্তা/ এএএ