04/20/2025 মাঙ্কিপক্স: ইউরোপে ‘জরুরি’ পদক্ষেপ গ্রহণের আহ্বান ডব্লিউএইচও’র
আল আমিন
৩ জুলাই ২০২২ ০২:৫৬
আন্তর্জাতিক ডেস্ক: গত দুই সপ্তাহে ইউরোপে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা তিনগুণ বেড়ে গেছে। এ তথ্য জানিয়েছে ইউরোপে এ রোগের বিস্তার রোধে শুক্রবার ‘জরুরি’ পদক্ষেপ গ্রহণের আহ্বান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ইউরোপ বিষয়ক ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যান্স হেনরি ক্লাগ বলেন, ভৌগলিকভাবে কোন একটি এলাকায় মাঙ্কিপক্স বেড়ে যাওয়া রোধে জোরদার পদক্ষেপ গ্রহণে বিভিন্ন দেশের সরকার ও সুশীল সমাজের প্রতি আজ আমার আন্তরিক আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, এই রোগের চলমান বিস্তার এড়ানোর দৌড়ে আমাদের জিততে হলে এ ব্যাপারে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ বাধ্যতামূলক। সূত্র: আলজাজিরা।
গত মে মাসের গোড়ার দিকে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোর বাইরে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়।
বিদেশ বার্তা/ এএএ