04/19/2025 আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
মো: মনিরুল ইসলাম
২ জুলাই ২০২২ ২১:৩২
নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে তপন খন্দকার নামে আরো এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তিনি ঢাকার লালবাগের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর হচ্ছে EE0540246। আর পিআইডি নম্বর 1459017।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, শুক্রবার (১ জুলাই) মৃত্যুবরণ করেছেন তিনি।
এর আগে শুক্রবার তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন বলে জানায় ধর্ম মন্ত্রণালয়।
তারা হলেন-রফিকুল ইসলাম (৪৭), ফাতেমা বেগম (৬০) ও আব্দুল গফুর মিয়া (৬২)। তাদের মধ্যে গফুর গত ২৮ জুন এবং রফিকুল ও ফাতেমা বৃহস্পতিবার (৩০ জুন) মারা যান।
এ পর্যন্ত ১০ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন।