04/29/2025 বাবুগঞ্জে বাছুর ছাড়াই প্রতিদিন ৬লিটার দুধ দিচ্ছে গরু
মো: মনিরুল ইসলাম
৩০ জুন ২০২২ ০২:৫৯
নিজস্ব প্রতিবেদক : গাভীর বয়স সাড়ে তিন বছর। কিন্তু গর্ভধারণ অথবা বাছুর ছাড়াই দুধ দিচ্ছে গাভীটি। এমন দৃশ্য দেখতে প্রতিদিন ভীড় করছেন এলাকার লোকজন। এটি অলৌকিক ঘটনা বলে মনে করছেন তারা।
এমনটা ঘটেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের খামারী সিরাজুল হক মৃধার বাড়িতে।
সিরাজুল হক জানান, সাড়ে তিন বছর আগে তার খামারে অষ্ট্রেলিয়ান জাতের কালো রংয়ের বাছুরটির জন্ম হয়। পরে তিনি গাভীটি বিক্রি করে বাছুরটি লালনপালন করতে থাকি। সাধারণত ১৮ মাসে একটি গরু প্রাকৃতিক ভাবে প্রজননের জন্য প্রস্তুত হয়। কিন্তু চিকিৎসকের মাধ্যমে চেষ্টা করেও তিন (৩) বছর (৬) মাসের বকনা গরুটির প্রজননের ব্যবস্থা করতে পারি নি। কিন্তু অলৌকিকভাবে বর্তমানে প্রতিদিন গরুটি ৬ লিটার দুধ দিচ্ছে। তাই দেখতে এলাকার লোকজন সবাই ভীড় করছে আমার বাড়িতে।