04/20/2025 এবার আসছে ফাস্ট চার্জার, মাত্র ৯ মিনিটেই হবে ফুল চার্জ!
মো: মনিরুল ইসলাম
২৯ জুন ২০২২ ১৯:৩৩
নিজস্ব প্রতিবেদক : অল্পতেই ফোনের চার্জ শেষ হওয়ার দিন শেষ হয়েছে অনেক আগেই। পর্যায়ক্রমে ফোনের ব্যাটারির শক্তি যেমন বাড়ছে তেমনি কমছে চার্জ দেওয়ার সময়সীমা। আগে ফোন চার্জ করতে ৪ থেকে ৬ ঘণ্টা সময় পর্যন্ত সময় লাগতো। এখন ফাস্ট চার্জিং প্রযুক্তির কল্যাণে সময়টা নেমে এসেছে মাত্র কয়েক মিনিটে। চার্জিং প্রযুক্তিকে অন্যান্য উচ্চতায় নিয়ে যেতে চলেছে অপো।
ফোনের চার্জিং প্রযুক্তি নিয়ে গবেষণা চালিয়ে সফলতার মুখ দেখেছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। প্রতিষ্ঠানটি তৈরি করেছে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জার, যার মাধ্যমে মাত্র ৯ মিনিটেই স্মার্টফোন ফুল চার্জ হবে।
চলতি বছর ফেব্রুয়ারিতেই ২৪০ ওয়াটের সুপারভোক চার্জিংয়ের বিষয়ে ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। প্রোটোটাইপের সে ডিভাইস সম্পূর্ণ চার্জ হতে সময় লেগেছিল মাত্র ৯ মিনিট। ব্যবহার হয়েছিল ৪৫০০ এমএএইচ ব্য্যাটারি। এবার বাণিজ্যিক ফোনেও এই প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে অপো।
সম্প্রতি উন্মোচিত হওয়া একাধিক বাজেট স্মার্টফোনে ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে। আইকিউ০০ ১০ প্রো ফোনে ব্যবহার করা হতে পারে ২০০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। মাত্র ১২ মিনিটে এই স্মার্টফোনের ব্যাটারি শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হবে।
শাওমি ও আইকি০০ এর মতো প্রযুক্তির প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই গ্রাহকের জন্য সুপার ফাস্ট চার্জিং স্মার্টফোন নিয়ে এসেছে। শাওমি ১১আই হাইপারচার্জ ফাইভজি ও আইকিউ০০ ৯ প্রো ফোনগুলিতে ১২০ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।
এ ছাড়াও রিয়েলমি জিটি নিউ ৩ ফোনে থাকছে ৮০ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি দাবি করছে, ১২ মিনিটে এই ফোনের ব্যাটারি শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হবে।
শুধু স্মার্টফোন নয়, ফাস্ট চার্জিং ডিভাইসের মাধ্যমে উপকৃত হবে ল্যাপটপ, ট্যাবলেট ও অন্যান্য ব্যাটারি চালিত ডিভাইসও।