04/21/2025 পদ্মা সেতুর উদ্বোধনীতে এসে ট্রলার ডুবি, ছাত্রলীগ নেতা নিখোঁজ
মো: মনিরুল ইসলাম
২৬ জুন ২০২২ ০৮:১৪
নাদিম হোসেন খাঁন, চরফ্যাশন (ভোলা) থেকে : পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এসে ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ নেতা আল আরাফি তামিম ট্রলার ডুবিতে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় বিআইডব্লিউটি’র সহকারী পরিচালক শরিফ ইসলাম, চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সোহাগ ও চরফ্যাশন যুবলীগ নেতা আসাদুজ্জামান খান মানুন আহত হয়ে শ্রীনগর ষোলগর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত মামুন জানান, তারা সকলেই শনিবার পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানের জনসভা শেষে ঢাকায় যাওয়ার জন্য জাজিরা প্রান্ত থেকে মাওয়া ঘাটের উদ্দেশ্যে নদীপথে ট্রলার যোগে রওয়ানা করেছিলেন। নদীর মাঝপথে প্রবল স্রোত এবং ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। স্থানীয় নৌ বাহিনীর সহায়তায় তিন জনকে উদ্ধার করলেও তামিম নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ হওয়া তামিম চরফ্যাশন পৌরসভা ৪নং ওয়ার্ড আনসারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজির উদ্দিন এর একমাত্র ছেলে। এই সংবাদ শুনে তামিমের পরিবারে চলছে কান্নার রোল। শেষ খবর পাওয়া পর্যন্ত কোস্টগার্ডের একটি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন বলে জানা যায়।