04/20/2025 সিলেটে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু
আল আমিন
২৫ জুন ২০২২ ০৯:৩৫
নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন। শুক্রবার ভোরে উপজেলার তেলিখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ।
আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে সিএনজিচালিত অটোরিকশাযোগে সিলেট যাচ্ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের এংরাজ মিয়ার পরিবারের ৫ সদস্য। উপজেলার তেলিখালে এসে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খায় তাদের অটোরিকশা। তখন অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে এংরাজ মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪২) ও তার ছেলে শফিকুল ইসলাম (৫) মারা যান। এ ছাড়া গাড়ির চালকসহ ওই পরিবারের ৩ সদস্য গুরুতর আহত হয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ বলেন, এটা একটি মর্মান্তিক দুর্ঘটনা। মা-ছেলে ঘটনাস্থলে মারা গেছেন। আর তাদের পরিবারের আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ