04/21/2025 ইসরাইলি পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার ঘোষণা, হবে নতুন নির্বাচন
মো: মনিরুল ইসলাম
২১ জুন ২০২২ ২০:৪১
আন্তর্জাতিক ডেস্ক : সংকট সমাধানে ইসরাইলের পার্লামেন্ট ভেঙ্গে দিতে সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী নাফটালি বেনেট এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ। দেশটিতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন লাপিদ।
ইসরাইলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে আরব নিউজের খবরে জানানো হয়, আগামি সপ্তাহেই লাপিদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
এ নিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছেন বেনেট এবং লাপিদ।
২০২১ সালের জুন মাসে তারা দুইজন একটি জোট গঠন করে সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সরিয়ে দিয়েছিলেন। ইসরাইলের ইতিহাসের সবথেকে বেশি সময় প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু। তাকে সরাতে আরবদের সঙ্গেও জোট বাঁধেন লাপিদ ও বেনেট। তবে প্রথম থেকেই জোটের দলগুলোর মধ্যে বিভিন্ন ইস্যুতে অস্বস্তি লক্ষ্য করা গেছে।
পার্লামেন্টেও ক্ষমতাসীন জোটের সংখ্যাগরিষ্ঠতা ছিল সামান্য ব্যবধানের। ফলে যখন বিভিন্ন ইস্যুতে এমপিরা জোট ত্যাগ করতে শুরু করে, তখন হুমকিতে পড়ে যায় সরকার।