04/20/2025 ইউক্রেনকে দেয়া তুরস্কের ড্রোন ধ্বংস করার দাবি রাশিয়ার
আল আমিন
২১ জুন ২০২২ ০৬:৪৭
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের সেনারা ইউক্রেনের ওডেসা অঞ্চলে অবস্থিত একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। হামলায় তুরস্কের তৈরি দুটি বায়রাকতার ড্রোন এবং ড্রোন কন্ট্রোল স্টেশন ধ্বংস হয়েছে।
ইউক্রেন তুরস্কের কাছ থেকে উল্লেখসংখ্যক ড্রোন কিনেছে। রাশিয়া হামলা করার কয়েকদিন আগেও তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যে এরদোগানের সঙ্গে আরও বায়রাকতার ড্রোন কেনার চুক্তি করে ইউক্রেন।
ওডেসা বিমান ঘাঁটিতে হামলা চালানোর ব্যাপারে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কন্তাসেনকোভ বলেন, আর্তসেইজ বিমান ঘাঁটিতে আঘাত হানতে উচ্চক্ষমতা সম্পন্ন ওনিকস মিসাইল ব্যবহার করা হয়।
রাশিয়া এমন দাবি করার আগে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, ওডেসায় হামলা করার চেষ্টা করেছে রাশিয়া।
তবে ইউক্রেন দাবি করে, রাশিয়ার ছোঁড়া দুটি মিসাইল মাঝপথেই ধ্বংস করে দিয়েছে তারা।
বিমান ঘাঁটিতে রাশিয়ার হামলা চালানোর দাবি এবং রাশিয়ার মিসাইল হামলা ঠেকিয়ে দেওয়ার ইউক্রেনের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সূত্র: আল জাজিরা।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়।
এদিকে ন্যাটো প্রধান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে দেশ রক্ষায় ইউক্রেন কঠিন মূল্য দিচ্ছে। রাশিয়াও ব্যাপক হতাহতের শিকার হচ্ছে। সূত্র: সিএনএন।
বিদেশ বার্তা/ এএএ