04/20/2025 জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আব্দুল মুহিত
আল আমিন
২১ জুন ২০২২ ০৬:০৪
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে রাবাব ফাতিমার স্থলাভিষিক্ত হচ্ছেন মোহাম্মাদ আব্দুল মুহিত।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের একাদশ ব্যাচের কর্মকর্তা মুহিত ভিয়েনায় বাংলাদেশ মিশনের পাশাপাশি সেখানকার জাতিসংঘ মিশনগুলোতে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করে আসছিলেন।
অনাবাসী দূত হিসেবে তিনি হাঙ্গেরি, স্লোভেনিয়া এবং স্লোভাকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক দেখভাল করা ছাড়াও ভিয়েনাস্থ জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসমূহে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।
ভিয়েনায় নিয়োগের আগে মুহিত ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মূলত তার হাত দিয়েই যাত্রা শুরু হয় ডেনমার্কের বাংলাদেশ মিশনের।
১৯৯৩ সালে ফরেন সার্ভিসে আসা মুহিত তার ২৯ বছরের কূটনৈতিক ক্যারিয়ারে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, কুয়েত, রোম ও দোহায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাসাইমেন্ট করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি আমেরিকাস অনুবিভাগ সামলানো ছাড়াও বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
আব্দুল মুহিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস এবং এমএসএস ডিগ্রি লাভ করেন। এরপর তিনি কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষায় ডিপ্লোমা করেছেন।
বিদেশ বার্তা/ এএএ