04/29/2025 পল্টনে ১৮ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার
মো: মনিরুল ইসলাম
২০ জুন ২০২২ ২২:২৪
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ মো. ফারুক মিয়া ওরফে অরুন ডাকাত নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।
সোমবার (২০ জুন) সকালে গোয়েন্দা পুলিশ এই তথ্য জানিয়েছে।
রবিবার (১৯ জুন) নয়া পল্টনের জোনাকি সুপার মার্কেটের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদে নয়াপল্টন এলাকায় অভিযান চালিয়ে করে গাঁজাসহ ফারুককে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে পল্টন থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।