04/20/2025 ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় বহু হতাহত
মো: মনিরুল ইসলাম
২০ জুন ২০২২ ২০:১২
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।
নর্থওয়েস্ট ওয়াশিংটনে স্থানীয় সময় রবিবার (১৯ জুন) বন্দুক হামলার ঘটনা ঘটে। যেখানে গুলির ঘটনা ঘটেছে তার পাশেই একটি কনসার্ট চলছিল। ব্যস্ত সড়কে অনেক মানুষের আনাগোনা ছিল।
এক ভিডিওতে দেখা গেছে, হামলার পর সড়কে পড়ে থাকা লোকদের সাহায্য করছে পুলিশ কর্মকর্তারা। তবে কতজন লোক আহত হয়েছেন তা স্পষ্ট করেনি স্থানীয় কর্তৃপক্ষ। হামলাকারীকেও এখনো শনাক্ত করা যায়নি। পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।