04/21/2025 পদ্মা সেতু উদ্বোধনের উৎসব বন্ধ করুন: রিজভী
মো: মনিরুল ইসলাম
২০ জুন ২০২২ ০১:৪১
নিজস্ব প্রতিবেদক : বন্যার মধ্যে পদ্মা সেতু নিয়ে উৎসব বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রবিবার (১৯জুন) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
বন্যাকবলিত অঞ্চলগুলোকে দুর্গত অঞ্চল ঘোষণাসহ বনার্তদের ত্রাণ নিশ্চিতের দাবিও তুলে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের দাবি পদ্মা সেতু নিয়ে উৎসব বন্ধ করুন।
এই লোক দেখানো ভোজবাজী বন্ধ করুন। বন্যাকবলিত অঞ্চলগুলোকে দুর্গত অঞ্চল ঘোষণা করা হোক এবং কোনো বিলম্ব না করে জনগণের জন্য ত্রাণের ব্যবস্থা করা হোক।