04/29/2025 সিলেট এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে: দুর্যোগ প্রতিমন্ত্রী
আল আমিন
১৯ জুন ২০২২ ০৫:২৫
নিজস্ব প্রতিবেদক: ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, আগামী আরও তিনদিন সিলেট এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে- এমন আশঙ্কা করে তিনি বলেন, সিলেটের ৪৫০টি আশ্রয় কেন্দ্রে ২৫ হাজার ও সুনামগঞ্জে ২০০ কেন্দ্রে ৬০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে বলে দাবি করেন তিনি।
দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, বন্যা মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। সিলেট ও সুনামগঞ্জ জেলার ৮৫ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সেনাবাহিনী নৌ বাহিনী ও কোস্টগার্ড উদ্ধার তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ সব সংগঠন কাজ করছে।
চলতি মৌসুমের তৃতীয় দফা বন্যা এটি। একের পর এক বন্যায় বিপর্যস্ত এ অঞ্চলের বাসিন্দারা। দুই জেলার কয়েকটি বিদ্যুৎ উপকেন্দ্র। পানিতে তলিয়ে গেছে সঞ্চালন লাইনও। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে সিলেট ও সুনামগঞ্জের বহু এলাকা।
বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে বন্যাকবলিত সিলেট ও সুনামগঞ্জ জেলায় উদ্ধার তৎপরতা শুরু করেছে সেনাবাহিনী।
বিদেশ বার্তা/ এএএ