04/20/2025 ইউক্রেনকে সহায়তার পরিমাণ আরও বাড়ানো: স্টলটেনবার্গ
আল আমিন
১৬ জুন ২০২২ ০৪:৫৪
আন্তর্জাতিক ডেস্ক: ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ‘ইউক্রেন এখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাদের জরুরি সহযোগিতা দরকার।’
এসময় ইউক্রেনকে দেওয়া সহায়তার পরিমাণ আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন ন্যাটো প্রধান।
ইউক্রেনকে ন্যাটো ভারী অস্ত্রসস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব জেনস স্টলটেনবার্গ।
ব্রাসেলসে ন্যাটোর সম্মেলনে তিনি জানান, ন্যাটো জোট ইউক্রেনে ভারী অস্ত্র ও দূরপাল্লার রকেট সিস্টেম এবং সার্বিক সাহায্য অব্যাহত রাখবে।সূত্র: বিবিসি।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়।
এদিকে ন্যাটো প্রধান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে দেশ রক্ষায় ইউক্রেন কঠিন মূল্য দিচ্ছে। রাশিয়াও ব্যাপক হতাহতের শিকার হচ্ছে। সূত্র: সিএনএন।
বিদেশ র্ব্তা/ এএএ