04/20/2025 ইউক্রেনের খেরসন শহর দখল করে নিয়েছে রাশিয়া
আল আমিন
৩ মার্চ ২০২২ ০৩:১৩
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সামরিক অভিযানের সপ্তম দিনে আজ বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন দখল করে নিয়েছে রুশ বাহিনী।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর খেরসন দখল করে নিয়েছে রাশিয়া। শহরের নিয়ন্ত্রণ এখন রাশিয়ার হাতে। খবর: বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাঁজোয়াযান নিয়ে রুশ সেনারা খেরসন শহরের রাস্তা টহল দিচ্ছে।
সেখানকার পরিস্থিতি নিয়ে শহরের মেয়র ইগোর কোলিখায়েভ জানিয়েছেন, শহরে সংঘর্ষ চলছে। রুশ সেনারা খেরসনের রেল স্টেশন ও বন্দর দখল করে নিয়েছে। এসব ঘটনায় অনেক ইউক্রেনীয় সেনা ও বেসামরিকের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ এখন মানুষদের নিরাপদে আশ্রয় দেওয়ার চেষ্টা করছে।
শহরের এক কাউন্সিলার বিবিসিকে বলেছেন, খেরসনে অন্তত ২০০ জন নিহত হয়েছেন। তাদের অনেকেই বেসামরিক লোক।
বিবিসি জানায়, খেরসনে প্রায় ৩ লাখ মানুষের বসবাস। ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের বেশিরভাগ দেখা গেছে দক্ষিণাঞ্চলের শহরগুলোতে। যার মধ্যে অন্যতম খারকিভ, খেরসন, ওদেশা ও লাইকোলাইভ।
বিদেশ বার্তা/ এএএ