04/20/2025 ডনবাসে ইউক্রেনের হামলায় রাশিয়ার জেনারেল নিহত
আল আমিন
৭ জুন ২০২২ ০৪:০৪
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের ডনবাসে তীব্র লড়াইয়ে এক শীর্ষ জেনারেলের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।
মেজর জেনারেল কুতুজভ ওই এলাকায় ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার সময় প্রাণ হারান বলে নিশ্চিত করেছে রুশ রাষ্ট্রীয় টেলিভিশ রসিয়া ওয়ান।
জানানো হয়েছে ওই জেনারেল ডনবাসে রাশিয়ার সেনাদের একটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে এখনও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোন মন্তব্য করেনি।
রিপোর্টার আলেক্সান্ডারের এক টেলিগ্রাম পোস্টে বলেন, ‘যথেষ্ট পরিমাণ কর্নেল (উচ্চপদস্থ সেনা কর্মকর্তা) না থাকায় ওই জেনারেলই হামলাকারী সেনাদের নেতৃত্ব দিচ্ছিলেন।’
ইউক্রেনের সেনাবাহিনীও ওই জেনারেলকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে কিয়েভের পক্ষ থেকে রুশ জেনারেলকে হত্যার বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। সূত্র: বিবিসি।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়।
এদিকে ন্যাটো প্রধান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে দেশ রক্ষায় ইউক্রেন কঠিন মূল্য দিচ্ছে। রাশিয়াও ব্যাপক হতাহতের শিকার হচ্ছে। আলোচনার টেবিলে যুদ্ধ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সূত্র: সিএনএন।
বিদেশ বার্তা/ এএএ