04/20/2025 ইউক্রেন যুক্তরাষ্ট্রের নির্মম শিকার: ইরান
আল আমিন
২ মার্চ ২০২২ ০৪:১২
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের কিয়েভ ও খারকিভ শহরে একের পর এক হামলা চালাচ্ছে রুাশিয়া। রুশ হামলা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে ইউক্রেনের সেনাবাহিনী। আর ইউক্রেনের বর্তমান এই যুদ্ধ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে আলি খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতির নির্মম শিকারে পরিণত হয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে দেশটিতে আজকের এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। খবর: আল-মানার নিউজ।
আলি খামেনি বলেন, আমরা যেকোনো দেশে মানুষ হত্যা এবং অবকাঠামো ধ্বংসের বিরোধীতা করি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ইরানের অবস্থানও জানান এই নেতা। তিনি ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার আহ্বানও জানান।
প্রসঙ্গত, ইউক্রেন-রাশিয়ার চলমান সংঘাত বন্ধ করে গতকাল শান্তি আলোচনায় বসেছিল দুই দেশের প্রতিনিধি দল। কিন্তু আলোচনায় কোনো সমাধান আসেনি। তাই ইউক্রেন- রুশ যুদ্ধ অব্যাহত রয়েছে।
বিদেশ বার্তা/ এএএ